রাবিপ্রবিতে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর ( ভিসি) নিয়োগ না দেওয়ায় আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা।
এরপর সকাল ১১টায় লং মার্চ টু ডিসি অফিস এবং দুপুর ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি করা হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে।
এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয় শাটডাউন করবে মর্মে একটি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলো।
রাবিপ্রবির বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত একাধিক শিক্ষার্থী জানান, জুলাই বিপ্লবের সময় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি পদত্যাগ করার পর নতুন কোন ভিসি নিয়োগ দেয়নি সরকার। যে কারণে আমাদের পাঠদান, প্রশাসনিক কার্যক্রমসহ সকল কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। সরকার আমাদের দাবির সময় অনুযায়ী ভিসি নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় আজ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে।
এর আগে গত ৬ জানুয়ারি রাবিপ্রবি শিক্ষার্থীরা রাঙামাটির বনরূপায় এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় প্রশাসনের আশ্বাসে তারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
গত বছরের ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করলে দীর্ঘ পাঁচ মাস ধরে পদটি শূন্য রয়েছে।