parbattanews

রাবিপ্রবি ভিসি’র মেয়াদ বাড়ালে রাঙ্গামাটিতে লাগাতার হরতাল

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। সম্মেলনে ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে অযোগ্য ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত মেয়াদ শেষে পুনরায় দায়িত্ব দেয়া হলে রাঙ্গামাটিতে লাগাতার হরতালের হুঁশিয়ারিও প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং  মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মুন্না, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কামাল, আব্দুল আল মামুন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে অযোগ্য ও দুর্নীতিবাজ আখ্যায়িত করেন এবং অবিলম্বে চলতি বছরের ১৫ জানুয়ারি নির্দিষ্ট মেয়াদের পর যদি ভিসিকে পুনরায় দায়িত্ব দেয়া হয় তাহলে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জেলায় লাগাতার হরতালের ডাক দেয়া হবে বলে সংগঠনটি হুঁশিয়ারী প্রদান করে।

Exit mobile version