রাবিপ্রবি শিক্ষার্থীদের আবাসিক হল খুলছে আজ 

fec-image

করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলগুলো আজ থেকে খুলে দেয়া হয়েছে।

 বৃহস্পতিবার (২৫নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শহরের তবলছড়িস্থ রাবিপ্রবি’র আবাসিক হলের শিক্ষার্থীদের ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নেন। এরপর তিনি আবাসিক হলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র ও ছাত্রীরা করোনা টিকা কার্ডের ফটোকপি জমা দিয়ে রেজিস্ট্রার খাতায় নাম এন্ট্রি করে হলে প্রবেশ করে।

উল্লেখ্য, বিগত ১৭ নভেম্বর ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে  আজ আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন