রাবি ছাত্রলীগ নেতা আটক


মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নেত্রকোণার আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওই ছাত্রলীগ নেতার নাম সুপ্ত সাহা অনিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজরুল হক হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে তিনি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ বলেন, সম্প্রতি অভিযুক্ত সুপ্ত সাহা অনিক নিজের ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে কটূক্তি করে মন্তব্য করেন। সেই মন্তব্য দ্রুত ছড়িয়ে পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনার প্রতিবাদ ও অনিকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন অনেকে।
এসপি আরও বলেন, ঘটনার পরপরই গা-ঢাকা দেন অনিক। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।