রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ
সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির রামগড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা শিক্ষক সমিতি।
রোববার রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রামগড় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফখরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়েরর প্রধন শিক্ষক কমল কৃষ্ণ রুদ্র, নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা রায়, বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. বাহার উদ্দিন গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো: জাহাঙ্গীর আলম। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, মশুর ডাল, তেল, চিনি, আলু।