রামগড়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
খাগড়াছড়ি রামগড়ে বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌরসভার বল্টুরামটিলাস্থ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির অফিস প্রাঙ্গনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন ১নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল হক পাটোয়ারী। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া।
খাগড়াছড়ি জেলা ছাত্র দলের সহ সভাপতি ও রামগড় উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াসেরর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ ভুইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহম্মেদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, পৌর যুবদলের আহ্বায়ক জামাল শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশা, উপজেলা বিএনপির ত্রিপুরা দলের সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি হরিসাধন বৈষ্ণব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর মহিলা দলের আহ্বায়ক পারুল আক্তার। খবর সংবাদ বিজ্ঞপ্তির।