parbattanews

রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অর্ধ লক্ষ টাকার জরিমানা

received_460888757581950
রামগড় প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার রামগড়ে পাহাড় খেকো চক্র বেপরোয়া হয়ে উঠেছে। জেল জরিমানা, মাটি চাপায় প্রাণহানির ঘটনায়ও পাহাড় কাটা থামছে না। শুক্রবার অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে তিনজনকে হাতে নাতে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, শুক্রবার উপজেলা সদরের বৈদ্যটিলা নামক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত তিন ব্যক্তিকে আটক করেন।এরা হচ্ছে মো, রুবেল, পিতা এনাম হোসেন, সাইফুল ইসলাম ,পিতা, রফিকুল ইসলাম ও মোশারফ হোসেন, পিতা সামছুল হক।এরা রামগড় পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা। রামগড় উপেজলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মো. আল মামুন মিয়া বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারায়  তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৈদ্যটিলা মসজিদ সংলগ্ন ঐ পাহাড়টি কাটার সময় ইতিপূর্বে মাটি চাপা পড়ে দুই ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটে। তবু এখানে পাহাড় কাটা থামছে না। জানাযায়, গত এপ্রিল মাসে উপজেলার বলিপাড়া এলাকায়  অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া আরও বেশ কয়েকবার এভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাহাড় খেকোদের অর্থদণ্ড করে। কিন্তু এতেও দমানো যাচ্ছে না পাহাড় খেকোদের। উপজেলার বিভিম্ন এলাকায় প্রকাশ্যেই চলেছে অবৈধ পাহাড় কাটা।

Exit mobile version