parbattanews

রামগড়ে অসহায়দের মাঝে মানবিক সহায়তা ৪৩ বিজিবি’র

খাগড়াছড়ির রামগড়ে পাঁচটি প্রতিষ্ঠান ও ৬০ জন গরীব, দুঃস্থ, অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ নভেম্বর) রামগড় জোন সদরে প্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলের ৬০টি পরিবার প্রধানগণের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন জোন অধিনায়ক লে: কর্নেল আনোয়ারুল মাযহার বিপিএম, পিএসসি। বিতরণ শেষে অধিনায়ক সাংবাদিকদের বলেন, চোরাচালান রোধ, সীমান্ত সুরক্ষারসহ আর্ত মানবতার সেবায় বিজিবি সবসময়ই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সামাজিক উন্নয়নে বিজিবির সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে জানিয়ে অপরাধ দমনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় সুবেদার মেজর শাহ আলম, জোন এনসিও ঠান্ডু মিয়াসহ স্থানীয় সংবাদিকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version