রামগড়ে করোনা বিষয়ে প্রস্তুতি দেখতে হাসপাতালে মেজর জুনায়েদ

fec-image

মরণঘাতী করোনা প্রতিরোধ বিষয়ে রামগড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ) গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি আর্টিলারি সাব জোন কমান্ডার মেজর মো. জুনায়েদ বিন কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত রেহানাসহ হাসপাতালের মেডিক্যাল অফিসার ছাড়াও সাব জোনের লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল শাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা করোনা মোকাবেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহিত প্রস্তুতিমূলক ব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রমের খোঁজ খবর নেন।

প্রতিনিধি দলটি হাসপাতালে করোনা রুগীর স্থাপিত আইসোলেসন ওয়ার্ড পরিদর্শন করেন।

পরে প্রতিনিধিদল রামগড় পৌরসভার দারোগাপাড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক বিদেশ ফেরৎ ব্যক্তির সাথে কথা বলেন।

সেনাবাহিনী রামগড় বাজার এলাকায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় চলাসহ জনসচেতনতামূলক ও সতর্কীকরণ প্রচার- প্রচারণা কার্যক্রম চালায়।

সিন্ধুকছড়ি সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির বলেন, সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামগড়, সেনাবাহিনী, হাসপাতাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন