parbattanews

রামগড়ে চার জুয়েলারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

রামগড় পৌর শহরে চারটি জুয়েলারি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্সবিহীন ব্যবসা, দোকানে মূল্য তালিকা না টাঙানো ইত্যাদি কারণে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত রামগড় বাজারে সুইটি জুয়েলারিকে ২০ হাজার টাকা, পলাশ জুয়েলারিকে ১০ হাজার টাকা, ভাই ভাই জুয়েলারি ও বলরাম জুয়েলারিকে ৫ হাজার টাকা হারে জরিমানা করেন। তন্মধ্যে কোন লাইসেন্স না থাকায় সুইটি জুয়েলারির মালিক বাসু দেব বণিককে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় আইন ভঙ্গ করার অপরাধে চার জুয়েলারি দোকানের মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Exit mobile version