parbattanews

রামগড়ে ছয়জন স্কুল ছাত্রীসহ ৮ ভারতীয় আটক: ফেরৎ নিতে বিএসএফ’র অসম্মতি

নিজস্ব প্রতিবেদক, রামগড়:

খাগড়াছড়ির রামগড়ে শুক্রবার (২২ মার্চ) আটজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

এদের মধ্যে ছয়জন মাধমিক স্কুলের ছাত্রী। জেলার গুইমারায় অনুষ্ঠিত মারমা উপজাতীয়দের একটি মেলায় অংশ নিতে তারা বাংলাদেশে এসেছিল বলে জানায়।

আটককৃতরা হচ্ছে, সামাপ্রু মগ(১৫), পিতা মংলা মগ, পূর্ব চরকবাই, শান্তিবাজার, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। সে শান্তিবাজার বাইখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী, মনি মগ(১৪), পিতা সুধা অং মগ, কমগ পাড়া, শান্তিবাজার, বিলোনিয়া। সে নবম শ্রেণীর ছাত্রী, কনিকা মগ(১৫), পিতা অংগচাপ্রু মগ, বৈষ্ণবপুর, সাব্রুম। সে বৈষ্ণবপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আইথুই অং মগ(১৫), পিতা উমা চাই মগ, আইখ্য মগ পাড়া, সাব্রুম। সে বৈষ্ণব পুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী তার ছোট বোন  উসা অং মগ(১৪)। সে বৈষ্ণবপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। চিংবাই মগ(১৩), লেদা মগ, বৈষ্ণব পুর, সাব্রুম। সে বৈষ্ণবপুর হাই স্কুলের অস্টম শ্রেণীর ছাত্রী। রাহুল মগ(২০), পিতা ক্যখই মগ, উত্তর ইছাছড়া, শিলাছড়ি, অমরপুর মহকুমা ও আক্রই মগিনী(২০), পিতা নিচাপ্রু মগ, জল কোম্বা, বৈষ্ণবপুর, সাব্রুম।

বিজিবি সূত্রে জানাযায়, শুক্রবার বিকালে বিজিবির রামগড় বিওপি’র চেক পোস্টে একটি সিএনজি চালিত অটো রিক্সা তল্লাশী করে এদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ১৯ মার্চ খাগড়াছড়ির গুইমারায় অনুষ্ঠিত চাইন্দামুনি মেলায় অংশ নিতে রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মেলা শেষে গুইমারায় তাদের এক আত্মীয়ের বাড়িতে তিনদিন বেড়িয়ে শুক্রবার(২২ মার্চ) তারা ভারতে ফিরে যেতে অটো রিক্সায় করে রামগড়ের লাচারীপাড়া সীমান্ত এলাকায় যাচ্ছিল। পথে চেক পোস্টে তারা বিজিবির হাতে আটক হয়।

এদিকে, মানবিক কারণে বিজিবি স্কুল ছাত্রীসহ আটককৃত ভারতীয়দের  ফেরৎ নিতে বিএসএফ’কে অনুরোধ জানালেও তারা এদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, শুক্রবার বিকালে রামগড় বিওপি সংলগ্ন ২২১৬/২ আরবি সীমান্ত পিলার এলাকায় বিজিবি ও বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে একান্ত মানবিক কারণে আটক স্কুল ছাত্রীসহ আটজন ভারতীয়কে হস্তান্তর করতে চাইলে বিএসএফ তাদের গ্রহণ করতে অসন্মতি জানায়। ওই বৈঠকে ৬ সদস্যের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রামগড় বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মো. জয়েন উদ্দিন। ৮ সদস্যের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন সাব্রুমের ৬৬ বিএসএফ ব্যাটালিয়নের কাঁঠালছড়ি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এসআই এসএস পান্ডে। বিএসএফের অসম্মতির কারণে শুক্রবার রাত পর্যন্ত আটক ভারতীয়দের ফেরৎ পাঠানো যায়নি।

বিজিবি জানায়, আটককৃতদের রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। শনিবার পুনরায় বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এদের ফেরৎ পাঠানোর চেষ্টা করবে বিজিবি। আটককৃত স্কুল ছাত্রীরা জানায়, বিজিবি তাদের সাথে পিতৃসুলভ আচরণ করছে। রাতের খাবারেরও ব্যবস্থা করেছে তারা।

Exit mobile version