রামগড়ে জেলা পরিষদের উদ্যোগে ৫ হাজার আমের চারা বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রামগড় উপজেলায় প্রায় ২০০ পরিবারের মাঝে বিনামূল্যে আম্রপালি, কিউজাই, ব্যনানা ও গৌরমতি জাতের প্রায় ৫ হাজার আমের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে শুক্রবার (১৪ জুলাই) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন।
উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, থানার ওসি (তদন্ত) মো. ফকরুল ইসলাম, রামগড় ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রাশেদ চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সানাউল হক জানান , খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পরিবার প্রতি ২৫টি করে ২০০ পরিবারের সাঝে ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে। তন্মধ্যে প্রত্যেক পরিবার আম্রপলি ১০টি, কিউজাই ৫টি, ব্যনানা ৫টি, গৌরমতি ৫টি করে মোট ২৫টি আমের চারা দেওয়া হয়।