parbattanews

রামগড়ে দুর্গম এলাকায় বিজিবির উদ্যোগে মসজিদ সংস্কার ও সাবমারসিবল নলকূপ স্থাপন

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিজিবি জোনের উদ্যোগে খাগড়াছড়ি রামগড়ের প্রত্যন্ত এলাকা যৌথখামারে স্থানীয় বাসিন্দাদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা দিতে সাবমারসিবল টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এছাড়া ঢাকা কলোনী এলাকায় চাঁনপাড়া জামে মসজিদের উন্নয়ন করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) রামগড় বিজিবি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. মনিরুজ্জামান প্রকল্প দুটির উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ‌‘এখানকার পাহাড়ি-বাঙালি গরীব ও দুস্থ জনসাধারণের কল্যাণে রামগড় জোনের (৪৩ বিজিবি) পক্ষ থেকে এভাবে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।’

জোন সূত্রে জানা যায়, রামগড় উপজেলার যৌথখামার এলাকায় বসবাসরত পাহাড়ি- বাঙালি গ্রামবাসীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা দিতে জোনের অর্থায়নে সাবমারসিবল টিউবওয়েল এবং পানির ট্যাংক স্থাপন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে ওই এলাকার ১৫টি পরিবারের বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর হলো।

অন্যদিকে, ঢাকা কলোনী এলাকায় চাঁনপাড়া জামে মসজিদের সার্বিক সংস্কার কাজ করা হয়েছে। অর্থের অভাবে দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় মসজিদটি পড়ে ছিলো। এতে মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট হতো। এলাকার বাসিন্দাদের আবেদনের প্রেক্ষিতে রামগড় জোন কর্তৃপক্ষ মসজিদটির যাবতীয় সংস্কার কাজ করেন।

Exit mobile version