parbattanews

রামগড়ে নুসরাতের খুনির ফাঁসির দাবিতে প্রদীপ প্রজ্বলন ও বিক্ষোভ প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক, রামগড়:

খাগড়াছড়ির রামগড়ে সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির খুনিদের ফাঁসির দাবিতে মঙ্গলবার(১৬ এপ্রিল) রাতে প্রদীপ প্রজ্বলন ও বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

সচেতন ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করা হয়। রাত পৌনে ৮টার দিকে রামগড় পৌর শহরের উপকন্ঠে প্রধান সড়কের পাশে শতাধিক শিক্ষার্থী প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।এসময় নুসরাতের খুনিদের ফাঁসির দাবিতে শ্লোগান দেন।

৩০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রামগড় লেকপার্কস্থ কেন্দ্রিয় শহিদ মিনারে সমবেত হন। পরে শহিদ মিনার বেদীতে তারা প্রদীপ প্রজ্বলন করে নুসরাতের নৃশংস হত্যার কঠোর প্রতিবাদ ও খুনিদের ফাঁসি দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচির উদ্যোক্তা স্থানীয় কলেজ ছাত্র মশিউর রহমান আকাশের নেতৃত্বে আরমান, জাবেদ, মেহেদি হাসান, তুহিন, সৌরভ, শিপন, আজাদ, জহির, জয়নাথ, আরিফ, ফারুক, মোতালেব, তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সচেতন শিক্ষার্থী সমাজের উদ্যোগে নুসরাত হত্যার প্রতিবাদে সোমবার (১৫ এপ্রিল) রামগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Exit mobile version