রামগড়ে পণ্যবাহী গাড়িতে চড়ে ইউএনও ৫০ হাজার টাকা জরিমানা করলেন টোল কেন্দ্রের ইজারাদারকে
খাগড়াছড়ির রামগড়ে জেলা পরিষদের টোল কেন্দ্রের ইজারাদারের বিরুদ্ধে মৌসুমী ফলের উপর অতিরিক্ত টোল আদায় ও রশিদ না দেওয়ার অভিযোগ ছিল ফল ব্যবসায়ীদের।
আর অভিযোগের সত্যতা নিশ্চিত করতে অভিনব কৌশলের আশ্রয় নিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা। পেলেনও অভিযোগের সত্যতা। করলেন ৫০ হাজার টাকা জরিমানা।
আর এ ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি-ফেনী সড়কের রামগড়স্থ সোনাইপুল জেলা পরিষদ টোল আদায় কেন্দ্রে।
জানা গেছে, শুক্রবার(২৬ জুন) বিকালে কৃষি পণ্যের গাড়ি পিক আপে চড়ে টোল অতিক্রম করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা।
এ সময় তিনি দেখতে পান গাড়ি থেকে ১হাজার ৬শত টাকা নিচ্ছে ইজারাদার। যেখানে নেয়ার কথা ছিল ৪/৫শত টাকা।
পণ্যের ব্যবসায়ী রশিদ চাইলে তাকে দেয়া হয়নি কোন রশিদ। পুরো ঘটনাটি গাড়ি থেকে প্রত্যক্ষ করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
টোল কেন্দ্রের ইজারাদার ঠিকাদার মেসার্স বেগম অটো রাইস মিলকে কৃষি পণ্য পরিবহন নিয়ন্ত্রণ আইনের ১৯৬৪ সনের ১২/২ এর ধারায় ৫০হাজার টাকা এ জরিমানা করেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম বদরুদ্দোজা জানান, রামগড়ে জেলা পরিষদের টোল কেন্দ্রের ইজারাদারের মৌসুমী ফল ও কৃষিপণ্য পরিবহণে অতিরিক্ত অর্থ আদায়, টোল আদায় করে রশিদ না দেয়া এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ ছিল। কৌশলের আশ্রয় নিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছি।