রামগড়ে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা জরিমানা
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ মার্চ) বিকালে রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈদ্যটিলায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড় কাটার গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বৈদ্যটিলা এলাকায় অভিযানে যান। এ সময় ঐ এলাকায় চারটি স্পটের মধ্যে তিনটি স্থান থেকে পাহাড়খেকোরা পালিয়ে গেলেও অপর একটি স্থানে পাহাড় কাটা অবস্থায় অপরাধীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আইন ভঙ্গ করে পাহাড় কাটার অপরাধে মোহাম্মদ আবুল কালাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, রামগড়ের বিভিন্ন স্থানে পাহাড় কাটার গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। পাহাড় কাটা প্রতিরোধে এখন থেকে নিয়মিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হবে। শনিবার এক ব্যক্তির ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলেও ভবিষ্যতে আরও কঠিন শাস্তি দেয়া হবে। পাহাড় খেকোদের কঠোরভাবে রুখা হবে।