parbattanews

রামগড়ে পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”-এ শ্লোগান সামনে নিয়ে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১।

এ উপলক্ষে শনিবার (৩০শে অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রামগড় থানার হল রুমে থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশিং ডে’র উদ্বোধন করেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম(সেবা)।

এসআই সালাহ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন থানা পুলিশিং কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, পুলিশিং কমিটির সদস্য মো. শাহ আলম, ১নং রামগড় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, থানার ওসি (তদন্ত) রাজিব কর, সেকেন্ড অফিসার এসআই মুজিবুর রহমান, উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version