parbattanews

রামগড়ে প্রাইম ব্যাংকের ১৪৬তম শাখার উদ্বোধন

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে আধুনিক ব্যাংকিং সেবাদানের লক্ষ্য নিয়ে বৃহষ্পতিবার(১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রাইম ব্যাংক। এটি এ পার্বত্য উপজেলার সর্বপ্রথম প্রাইভেট ব্যাংক  এবং পার্বত্য চট্টগ্রামে প্রাইম ব্যাংকের প্রথম শাখা।

ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি নাদের খান প্রধান অতিথি হিসেবে ১৪৬তম এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি নাদের খান ছাড়াও বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির সাবেক এমপি একেএম আলীম উল্লাহ, রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুইয়া, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো আব্দুল কাদের, উপজেলা পরিষদের মহিলা সদস্য ফাতেমা খাতুন।

স্বাগত বক্তব্য দেন প্রাইম ব্যাংকের রামগড় শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন কাদের মাসুদ। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মো. শাহ আলম ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের শাখা নেটওয়ার্কের প্রধান মো. এজাজ হোসাইন, প্রাইম ব্যাংক লিমিটেড কোম্পানির সেক্রেটারি এহসান হাবিব, চট্টগ্রাম জোনাল প্রধান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরি, এফএমডি ডিভিশন প্রধান মেজর(অব:) সাইফ আল আমীন, রামগড় ও হালদাভ্যালী চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, রাউজান, লালদীঘি ও হেয়াকো শাখার ম্যানেজার যথাক্রমে মো. ইউনুছ, মো. আবুল কালাম ও মীর আহমেদসহ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের অক্সিজেন শাখার ব্যবস্থাপক মুজাহিদ বিন কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। রামগড় কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকতার হোসাইন মোনাজাত পরিচালনা করেন। এর আগে ভোরে ব্যাংক ভবনে খতমে কোরআনের আয়োজন করা হয়।

Exit mobile version