parbattanews

রামগড়ে ফলদ মেলার উদ্বোধন ও চারা বিতরণ

রামগড় প্রতিনিধি:

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ -এই শ্লোগানকে সামনে রেখে রামগড়ে তিন দিনব্যাপী ফলদ মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার আয়োজন করে কৃষি বিভাগ। রামগড় উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভুইয়া প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

মেলার উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি কৃষি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মো. আল মামুন মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভুইয়া।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাঈন উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যন আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন চৌধুরি, রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. এমদাদুল হক, সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু, কৃষক আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্কুলের ছাত্রছাত্রী ও কৃষাণ-কৃষাণিসহ ২০০ জনের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।

মেলা উপলক্ষে স্থাপিত ৭টি স্টল সাজানো হয়েছে নজর কাড়া ও লোভনীয় নানান ফলে ফলে।

Exit mobile version