রামগড়ে ফেনী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ফেনী নদী হতে লগডুং কুমার ত্রিপুরা (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের মন্দির ঘাট এলাকায় ফেনী নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সে পার্শ্ববর্তী মাটিরাঙ্গা উপজেলার তেকুম্বা পাড়ার মৃত নবীন কুমার ত্রিপুরার ছেলে।
নিহতের তার বড় ভাই রশি কুমার ত্রিপুরা ও মামা পদ্মরায় ত্রিপুরা তার লাশ শনাক্ত করেন।
বড় ভাই রশি কুমার জানায়, লগডুং একজন মানসিক ভারসাম্যহীন রোগী। সে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন, আত্মীয় স্বজনসহ সম্ভব্য সকলস্থানে খোঁজাখুঁজি করা হয়। পর রবিবার বিকাল ৪টার দিকে রামগড় পৌরসভার মন্দির ঘাট এলাকায় ফেনীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
খবর পেয়ে রামগড় থানার এস আই শামসুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে সে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব কর লাশ উদ্ধার করে রামগড় থানায় আনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।