রামগড়ে বঙ্গবন্ধুর জন্মদিনে বিজিবির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম বিদ্যানিকেতনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে বিজিবি জোন। একইভাবে উপজেলার অন্তুপাড়া জুনিয়র স্কুলেও এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) স্কুল দুটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে রামগড় জোন কমান্ডার ও ৪৩ বিজিবি ব্যাটালয়নের পরিচালক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম বিদ্যানিকেতনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সহ সভাপতি সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার ও ৪৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন- প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের অবদান এবং স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তরণে অবদান সম্পর্কে শিশু তথা বর্তমান প্রজন্মকে জানাতে হবে।
শেষে প্রধান অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।