parbattanews

রামগড়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ভিক্ষুকদের সহায়তা

বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে খাগড়াছড়ির রামগড়ে ৮ জন ভিক্ষুককে দেয়া হল ২টি করে ১৬টি ছাগল। সমাজ সেবা বিভাগের উদ্যোগে বিনামূল্যে এ ছাগল দেয়া হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রামগড় উপজেলা সম্মেলন কক্ষ চত্বরে অনু্ষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মানস চন্দ্র দাশ, থানার ওসি মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আজিজুর রহমান আনজুম, শহর সমাজ সেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া সংশ্লিষ্টরা জানান, ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও আত্নকর্মসংস্থান প্রকল্পের আওতায় উপজেলার ৮ জন ভিক্ষুক পরিবারকে ২টি করে ১৬ টি ছাগল দেয়া হয়।

Exit mobile version