parbattanews

রামগড়ে বিজিবির বিভিন্ন অভিযানে আটক ৩৪ লাখ ৫০ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস

Ramgarh(khagrachari) 28

রামগড় প্রতিনিধি:
রামগড় উপজেলায় সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে ৩৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিভিন্ন মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। রামগড় ১৬ ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময়ে এ সব মাদকদ্রব্য আটক করা হয়। ব্যাটালিয়ন সদরে মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুন নূর।

এ সময় উপস্থিত ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ, ৪০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আতিকুল হক চৌধুরি, ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমিনুল হক, গুইমারা সেক্টরের কর্মকর্তা মেজর রেজাউল হান্নান শাহীন, রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেন, রামগড় পৌরসভার মেয়র মো. শাহজাহান কাজী রিপন।

মাদকদ্রব্যের মধ্যে ছিলো, ভরতিয় ফেনসিডিল, বিভিন্ন ব্র্যান্ডের মদ, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরাও অংশ নেন।

Exit mobile version