রামগড়ে বিজিবির উদ্যোগে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শোভাযাত্রা

fec-image

খাগড়াছড়ির রামগড়ে বিজিবি জোনের উদ্যোগে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) পৌরশহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগড় পৌরভবন চত্বরে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় জোন কমান্ডার লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভা মেয়র মো. রফিকুল আলম কামাল, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, জোন স্টাফ অফিসার এডি রাজু আহমেদ, পিবিজিএমএস, রামগড় অফিসার ইনচার্জ (ও সি) মো. মিজানুর রহমান।

শোভাযাত্রায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। জোন সদরে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিজিবি সদস্যদের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে “ আগুনের পরশমনি” চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি, রামগড়, শান্তিচুক্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন