parbattanews

রামগড়ে বিজিবির উদ্যোগে ২ শতাধিক দুস্থ মানুষকে মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে বিভিন্ন সহায়তা দেয়া হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) রামগড় বিজিবি জোন সদরে জোন কমান্ডার লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন। সহায়তার মধ্যে ছিল, ১০০টি কম্বল, ৪টি সেলাই মেশিন, ৬ বান টিন, ৫০ প্যাকেট খাদ্যসামগ্রী এবং ৫৩ পরিবারকে চিকিৎসা ও বিবাহের আর্থিক সহায়তা।

বিতরণকালে অন্যান্যের মধ্যে ৪৩ বিজিবির উপপরিচালক রাজু আহমেদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ি এবং বাঙ্লি গরিব ও দুস্থ মানুষের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version