রামগড়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশুসহ আহত-৪

fec-image

খাগড়াছড়ির রামগড়ে একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারি দুই শিশু ও অপর একটি মোটরসাইকেলের চালকসহ ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ মে) রামগড় থানার অদূরে দারোগাপাড়া এলাকায় ফেনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মোটরসাইকেল চালক ফটিকছড়ির দাঁতমারার ডুল্যাছড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আনোয়ার হোসেন (২২), পথচারী মো. সাগর আহম্মদ (৩২) ও তার মেয়ে ইসরাত জাহান সাদিয়া (৪) এবং মো. ইকবালের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৩)।পথচারী সকলে রামগড় পৌরসভার দরোগাপাড়ার বাসিন্দা।

জানা যায়, শুক্রবার দুপুরের দিকে দারোগাপাড়া এলাকায় ফেনী সড়কে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন থেকে এসে হেঁয়াকোগামী অপর একটি মোটর সাইকেলকে ধাক্কায় দেয়। এতে সামনের মোটরসাইকেলটি রাস্তার বাইরে এসে তিনজন পথচারির ওপর আছঁড়ে পড়ে। এতে মোটরসাইকেলের চালক ও তিন পথচারী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামগড় থানার এসআই সালা উদ্দিন বলেন, পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির ওই মোটরসাইকেলটি পালিয়ে গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন