parbattanews

রামগড়ে ভারতের সহকারি হাই কমিশনারের স্থলবন্দরের প্রস্তাবিত স্থান পরিদর্শন

18
রামগড় প্রতিনিধি:
ভারতীয় সহকারি হাই কমিশনার সোমনাথ হালদার আজ বৃহষ্পতিবার রামগড়ে স্থলবন্দরের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন। দুপুরে রামগড়ের মহামুনি এলাকায় স্থলবন্দরের জন্য প্রস্তাবিত স্থানে উপজেলা নির্বাহি অফিসার মো: ইকবাল হোসেন তাঁকে স্বাগত জানান।

সহকারি হাই কমিশনার সোমনাথ হালদার রামগড় সাব্রুম সীমান্তের ঐ এলাকা ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি ফেনী নদীর উপর প্রস্তাবিত বাংলাদেশ ভারত সংযোগ সেতু নির্মাণের স্থানও পরিদর্শন করেন। উপজেলা নির্বাহি অফিসার মো: ইকবাল হোসেন প্রস্তাবিত রামগড় সাব্রুম স্থলবন্দর ও বাংলাদেশ ভারত সংযোগ সেতু নির্মাণের বিষয়ে সর্বশেষ তথ্যাদি হাই কমিশনারকে অবহিত করেন।

এসময় সহকারি হাই কমিশনার সোমনাথ হালদার জানান, চট্টগ্রাম বন্দর সাথে রামগড়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং রামগড় সাব্র“ম স্থলবন্দর চালু হলে এটি দুদেশের জন্য কতটুকু লাভজনক হবে এ বিষয়গুলো খতিয়ে দেখতে তিনি এলাকাটি সরেজমিনে পরিদর্শনে এসেছেন।

তিনি আরও বলেন, প্রস্তাবিত এ স্থলবন্দরের জন্য ত্রিপুরার সাব্রুমে ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। ফেনীনদীর উপর প্রস্তাবিত বাংলাদেশ ভারত সংযোগ সেতু নির্মাণের ব্যাপারে তিনি বলেন, ভারত সরকারই সেতুটি নির্মাণ করবে। কবে নাগাদ সেতুর নির্মাণ কাজ শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে দু’দেশের সরকারই সিদ্ধান্ত নেবে।

Exit mobile version