parbattanews

রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামগড় পৌরসভার সোনাইপুল এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) এ অ্ভিযান পরিচালনা করা হয়।এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা ও লাইসেন্স গ্রহণ ব্যতিত কৃষি পণ্য বিপনন করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দুইটি প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া হেলমেটবিহীন মোটর সাইকেল চালনা ও লাইসেন্স ছাড়া গাড়ি চালনার অপরাধে দুইব্যক্তিকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক ২,০০০ টাকা জরিমানা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version