রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

fec-image

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় খাগড়াছড়ির রামগড়ে একটি মার্কেটের ৫ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার পর রামগড় পৌর শহরের প্রধান বাজারের একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ১ হাজার টাকা হারে সর্বমোট ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালত।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করতে বাজার ব্যাবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অর্থদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন