parbattanews

রামগড়ে মহামুনির সাদ্দাম  ইয়াবাসহ  ফের গ্রেপ্তার

2016-11-28-15-32

রামগড় প্রতিনিধি:

রামগড়ের মাদক পাচার ও বিক্রির  আঁখড়া সীমান্তবর্তী মহামুনির  সাদ্দাম হোসেন(২৭) ইয়াবা ট্যাবলেটসহ রবিবার রাতে ফের পুলিশের হাতে গ্রেফতার  হয়েছে। রামগড়  থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো: মাইন উদ্দিন খান  সাদ্দামের গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত  করেছেন।

এ ব্যাপারে ওসি মো: মাইন উদ্দিন খান বলেন,  রবিবার রাত সাড়ে ১০টার দিকে মহামুনির  পার্শ্ববর্তী ফেনীরকুল এলাকার একটি ইটভাটা থেকে  ১৫ পিস  ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার  করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে  রামগড় থানার এসআই  আনোয়ার হোসেনের  নেতৃতে পুলিশের একটি দল  ঐ এলাকায় অভিযান  চালিয়ে  সাদ্দামকে গ্রেফতার  করে।

ওসি আরও  জানান, মহামুনি এলাকার মাদক পাচার ও বিক্রয়কারী চক্রের  অন্যতম সদস্য  হচ্ছে এই সাদ্দাম হোসেন। তার নামে রামগড়  থানায়  ৪টি এবং ভুজপুর থানায় দুটি  মামলা রয়েছে। এ ছয়টি মামলার মধ্যে  ৪টিই হচ্ছে মাদক দ্রব্য পাচার ও বিক্রয় সংক্রান্ত। গত মার্চ মাসে সর্বশেষ সে গ্রেফতার হয়ে কিছুদিন জেল খেটে সম্প্রতি  জামিন নিয়ে বেরিয়ে আসে। রবিবার গ্রেফতারের পর তার নামে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ  আইনের ১৯(১)/৯(ক) ধারায় একটি  মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি। যার নম্বর -৩।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই রফিকুল ইসলাম বলেন, আসামী  সাদ্দাম হোসেনকে আজ (সোমবার) খাগড়াছড়ি ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মহামুনি  এলাকা থেকে কদিন আগে বিজিবি ১৫ বোতল ভারতীয়  মদ উদ্ধার  করে। বিজিবির  মহামুনি  ক্যাম্পের নায়েক কামরুজ্জামানের নেতৃতে একটি টহলদল ভারতীয় মদগুলো উদ্ধার করা হয়েছিল।

Exit mobile version