রামগড়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৬০ বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান

ramgarh  pic 2.7

নিজস্ব সংবাদদাতা, রামগড়:

বেকার যুবকদের আর্তকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রামগড় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ৬০জন বেকার যুবক ও যুবমহিলাকে ৭দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। গবাদিপশু পালন বিষয়ে তাঁদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

মঙ্গলবার এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহি অফিসার মো: ইকবাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু প্রমুখ।

যুব উন্নয়ন কমকর্তা বলেন, প্রশিক্ষণ গ্রহণকারীদের পরবর্তীতে যুব ঋণ দেয়া হবে। তিনি বলেন, রামগড়ে ইতিপূর্বে অসংখ্য বেকার যুবক ও যুবমহিলা যুব উন্নয়ন বিভাগ থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়ার পর ঋণ নিয়ে আজ তাঁরা স্বাবলম্বি হয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন