parbattanews

রামগড়ে লোকালয়ে আসা লজ্জাবতী বানর বনবিভাগে হস্তান্তর

রামগড়ে লোকালয়ে এসে ধরা পড়লো বিপন্ন প্রাণী লজ্জাবতী বানর। শনিবার (২৯ মে) বিকালে রামগড় পৌরসভার আনন্দপাড়া আবাসিক এলাকার বাসিন্দারা বিরল প্রজাতির এ লজ্জাবতী বানরটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

ঐ এলাকার বাসিন্দা শিক্ষক ও সাংবাদিক মো. বাহার উদ্দিন জানান, শনিবার বিকেলের দিকে হঠাৎ লজ্জাবতী বানরটি কোত্থেকে লোকালয়ে এসে পড়ে। এলাকার কয়েকজন ছোট ছেলেমেয়ে অপরিচিত প্রাণিটি দেখে ধাওয়া করলে এটি মানুষের এক ঘর থেকে আরেক ঘরে ডুকে পড়ে। এক পর্যায়ে আমাদের বাসায় ঢুকার পর এটি ধরে বন বিভাগে খবর দেয়া হয়।

তিনি বলেন, খবর পেয়ে রামগড় বন বিভাগের কয়েকজন স্টাফ এলে তাদের কাছে লজ্জাবতী বানরটি হস্তান্তর করা হয়।

অত্যন্ত লাজুক স্বভাবের এ মায়াবী বিপন্ন প্রাণীটি এখন তেমন একটা দেখা যায় না। রামগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, লজ্জাবতী বানরটি সম্পূর্ণ সুস্থ আছে। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) বিষয়টি জানানো হয়েছে। তাঁর নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version