রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বীর উত্তমের ৫২তম শাহাদাত বার্ষিকী পালিত

fec-image

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর ৫২ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে শহীদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বীর উত্তম বিদ্যা নিকেতনের উদ্যোগে শহীদের সমাধিতে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি।

অন্যান্যর মধ্যে শহীদ ক্যাপ্টেন কাদের বীর উত্তম বিদ্যা নিকেতনের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, সাবেক উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মো. বাহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সাংবাদিক শুভাশিস দাশ, বাহার উদ্দিন, এমদাদ খান, মো. মোজাম্মেল হোসাইনসহ শহীদ ক্যাপ্টেন কাদের বিদ্যানিকতনের শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা কোর্ট মসজিদের খতিব মাওলানা মো. আকতার হোসাইন জিহাদি ও মাওলানা মো. হুমায়ুন মিলাদ ও দোয়া পরিচালনা করেন।

উল্লেখ যে, ১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পাক বাহিনী ও তাদের সহযোগী মিজোবাহিনির সাথে সংঘটিত এক সম্মুখ যুদ্ধে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের শহীদ হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পালিত, বার্ষিকী, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন