রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বীরোত্তমের শাহাদাৎবার্ষিকী পালিত

27.4
রামগড় সংবাদদাতা:

যথযোগ্য মর্যাদায় আজ ২৭ এপ্রিল রামগড়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর ৪৩তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭১ সালের আজ এ দিনে  মহালছড়িতে  পাকবাহিনীর সাথে সংঘটিত এক প্রচন্ড সন্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন তিনি। তরুণ এ বীর মুক্তিযোদ্ধার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাদ ফজর শহীদের উদ্দেশ্যে কোরআন খানি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় রামগড় কেন্দ্রীয় কবরস্থানে অবস্থিত শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। এসময় রামগড়স্থ শহীদ ক্যাপ্টেন কাদের বিদ্যা নিকেতনের সভাপতি মংপ্রু চৌধুরি, রামগড়ের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মোস্তফা, বিদ্যালয়ের উপাধ্যক্ষ আনিসুর রহমান, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রতন বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় শহীদ ক্যাপ্টেন কাদের বিদ্যা নিকেতন ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন