parbattanews

রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে কক্সবাজারের শেখ জামাল ক্লাব চ্যাম্পিয়ন

খাগড়াছড়ির রামগড়ে আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কক্সবাজারের শেখ জামাল ক্লাব চ্যাম্পিয়ন এবং রামগড় ফুটবল একাডেমি রানার্স আপ হয়েছে। ফাইনাল খেলায় শেখ জামাল ক্লাব ২-১ গোলে রামগড় ফুটবল একাডেমিকে পরাজিত করে। রামগড় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও রামগড় পৌরসভার সহযোগিতার উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল কক্সবাজারের শেখ জামাল ক্লাব ও রামগড় ফুটবল একাডেমি একাদশ অংশ নেয়। অগণিত দর্শককে চমকপ্রদ নৈপূণ্যময় খেলা উপহার দেন উভয় দলের খেলোয়াড়রা। প্রথমার্ধে শেখ জামাল ক্লাবের পক্ষে সৈনিক ও আইকে দুই নাইজেরিয়ান খেলোয়াড় দুটি গোল করে শেখ জামালকে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রামগড় ফুটবল একাডেমির পক্ষে সাদ্দাম একটি গোল করেন। শেষ পর্যন্ত শেখ জামাল ক্লাব ২-১ গোলে জয় লাভ করে। খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিঠু বড়ুয়া।

খেলা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, কক্সবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম চৌধুরী, রামগড় উপজেলার সহকারি কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাশ, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তাপস বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক উপজেলা ক্রীড়া সংস্থার জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতাপ চন্দ্র বিশ্বাস শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‌খেলাধুলা শরীর, মন ভালো রাখে সম্প্রীতি বাড়ায়। তথ্যপ্রযুক্তির যুগে মানসিক বিকাশে খেলাধুলা বিকল্প নেই। মাদক, অসামাজিক কার্যকলাপ, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে ভবিষ্যতে খেলাধুলা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজকদের পাশে থাকারও আশ্বাস দেন।

Exit mobile version