রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খাগড়াছড়ির রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার (১২ অক্টোবর) টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক রামগড় উপজেলা পরিষদকে ৩-০ গোলে পরাজিত করেছে কক্সবাজারের শেখ জামাল ক্লাব।
রামগড় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও রামগড় পৌরসভার সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টেরর আয়োজন করে।
রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরি অপু।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার খন্দোকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৪৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য জুয়েল চাকমা, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার প্রমুখ।
উদ্বোধনী খেলায় রামগড় উপজেলা পরিষদ একাদশ ও কক্সবাজারের শেখ জামাল ক্লাব অংশ নেয়। খেলার প্রথমার্ধে গোলশুন্যভাবে সমাপ্ত হলেও দ্বিতীয়ার্ধে শেখ জামাল ক্লাব রামগড় উপজেলা পরিষদ একাদশকে পর পর ৩টি গোল দিয়ে ৩-০ গোলে জয়ী হয়। দুটি দলেই অংশ নেন দেশি- বিদেশি খেলোয়াড়রা।
আয়োজকরা জানান, এ টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানের মোট ১২ দল অংশ নিচ্ছে।