রামগড়ে ‘শেষ বিদায়ের বন্ধু’র সদস্যদের সংবর্ধনা

fec-image

“শেষ বিদায়ের বন্ধু” নামে মানবিক সংগঠনের রামগড় উপজেলা শাখার উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের ভয়াবহতার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করার লক্ষ্যে রামগড়ের আলেম – ওলামার সাথে জরুরি মতবিনিময়, দোয়া মাহফিল ও সংগঠনের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে রামগড় কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ ইউসুফ ও মাওলানা আবদুল হান্নান মানছুরের সঞ্চালনায় সংগঠনের রামগড় উপজেলা শাখার টিম প্রধান মাওলানা শহিদ উল্লাহ সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “শেষ বিদায়ের বন্ধু”র প্রধান সমন্বয়ক মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সমন্বয়ক(সেবা) ও বারৈয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, ধর্ম বিষয়ক সমন্বয়ক হাফেজ মাওলানা মোঃ শোয়াইব।

অন্যান্যের মধ্যে রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুন্নবী, রামগড় কোর্ট মসজিদের খতিব মাওলানা আখতার হোসাইন জিহাদী, পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম কাজীবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুল হক, বলিপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী নুর হুসাইন, সোনাইপুল বাজার জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমদ আজিজী, কাজীবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মিজান সিরাজ ফেনবী, খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলার সিনিয়র সহ সভাপতি, মাওলানা জামাল উদ্দিন, ও সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মুহিববুল্লাহ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বিশেষ ভুমিকার জন্য শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সদস্য ও সমন্বয়কদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন