রামগড়ে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ


খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ির ১৪ ফিল্ড আর্টিলারি জোনের উপ অধিনায়ক মেজর রাহাত আহমেদ পিএসসি, জি ও সাব জোন কমান্ডার মেজর মো. জুনায়েদ বিন কবির, জি এর নেতৃত্বে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রামগড় পৌরসভার সোনাইপুল, ফেনীরকূল, ইসলামপুর প্রভৃতি এলাকায় গিয়ে তারা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, দুই কেজি ডাল, দুই কেজি আটা, এক কেজি লবণ, এক লিটার ভোজ্য তেল ও সাবান।
খাদ্য সামগ্রী বিতরণকালে লেফটেন্যান্ট সাদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।