parbattanews

রামগড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার  করেছে পুলিশ।

মঙ্গলবার(২৮ আগস্ট) বিকালে মো. কোরবান আলী(৪৯) নামে  প্রায় ২৮ বছরের  এ পলাতক আসামীকে গ্রেফতার  করা হয়।

পুলিশ জানায়,  মঙ্গলবার বিকালে রামগড়ের  পাশ্ববর্তী  চিকনছড়া এলাকার লোকজন কোরবান আলীকে আটক করে রামগড় থানায় খবর দেয়। পরে এসআই মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে চিকনছড়া থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

রামগড় থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান জানান, ধৃত কোরবান আলী ১৯৯০ সালে রামগড়ে সংঘটিত আলোচিত গুরা মিয়া হত্যা মামলাসহ একাধিক হত্যা ও বিভিন্ন  মামলার পলাতক আসামি। সে দুর্ধর্ষ  অপরাধী।

এদিকে, কোরবান আলীর  স্ত্রী  লায়লা বেগম জানান,  তার স্বামী গত দু মাস ধরে মানসিক  বিকারগ্রস্ত।  মানসিক রোগের কবিরাজি  চিকিৎসার জন্য তার বড় বোন  ৪ দিন আগে তাকে চিকনছড়ায় নিয়ে যান। আজ মঙ্গলবার বিকালে  চিকনছড়া বাজারে চা খেতে গেলে লোকজন তাকে মারধর করে পুলিশে দেয়।
কোরবান আলী রামগড়ের দুর্গম হাতিরখেদা গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।

Exit mobile version