parbattanews

রামগড়ে ৩ দিনব্যাপী ফলদবৃক্ষ ও ফল মেলার উদ্বোধন

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে তিনব্যাপী ফলদবৃক্ষ ও ফল মেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ভুইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রামগড় হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক মো. মিজানুর রহমান, রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম, উপজেলা পরিষদের সদস্য ফাতেমা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র মো. আহসান উল্ল্যাহ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দির চৌধুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে কিছু ফলদবৃক্ষ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাইন উদ্দিন সোহাগ অনুষ্ঠান পরিচালনা করেন। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার স্টলে বিভিন্ন জাতের দেশীয় ফল ও ফলদবৃক্ষের চারা গাছ প্রদর্শন করা হয়।

Exit mobile version