রামগড়ে ৪০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
খাগড়াছড়ির ভারতসীমান্তবর্তী রামগড় পৌর এলকা থেকে ভারতীয় মদের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) রাতে এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পৌরসভার দারোগাপাড়া এলাকা খেকে মাদক ব্যবসায়ী একরাম হোসেন(২৩)কে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক করে। সে ফেনীর সোনাগাজীর গুণক (কুঠিরহাট) গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে সে রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকায় বসবাস করে।
রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগা পাড়ায় আনসার ভিডিপি কার্যালয়ের সম্মুখে বারৈয়ারহাট সড়ক থেকে মাদক ব্যবসায়ী একরাম হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
থানার উপ-পরিদর্শক (এস আই) মহসিন মস্তোফা বাদী হয়ে মাদক ব্যবসায়ী একরামের বিরুদ্ধে রামগড় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করেন।