parbattanews

রামগড় কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ

রামগড় প্রতিনিধি, পার্বত্যনিউজ :

খাগড়াছড়ির রামগড় সরকারী ডিগ্রী কলেজের কলেজের ভবন, ছাত্রাবাস নির্মাণ, লাইব্রেরীয়ান নিয়োগ, কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা, মাঠ সংস্কার, অর্নাস র্কোস চালু, কলেজের প্রধান সড়কের সামনে গতিরোধক নির্মান, শিক্ষকের পদ বাড়ানো, কম্পিউটার ল্যাব চালু করার দাবীতে কলেজের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ চলাকালে রামগড়-ফেনী-ঢাকা প্রধান সড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
 
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম এ সময় কলেজে শীঘ্রই শিক্ষকের শূন্য পদ পূরণসহ বিভিন্ন দাবি পূরনের আশ্বাস প্রদান করলে সাড়ে ১১টায় ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ তুলে নেন।

এ ব্যাপারে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম পার্বত্যনিউজকে জানান, রামগড় সরকারী ডিগ্রী কলেজে র্দীঘ দিন ধরে শিক্ষক স্বল্পতাসহ বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জয়নাল আবেদিন বলেন, ২১টি পদের মধ্যে শিক্ষক রয়েছে ৬ জন। বর্তমানে ১৫জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। রামগড় থানা অফিসার ইনচার্জ মো: বেলাল উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষক স্বল্পতাসহ বিভিন্ন দাবিতে কলেজের ছাত্র-ছাত্রীদের ডাকা সড়ক অবরোধ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে।

Exit mobile version