রামুতে অসহায়-দরিদ্রদের মাঝে বিজিবির ইফতার বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে কক্সবাজারের রামুতে ৪০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বিজিবি।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস মাঠে এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় স্থানীয় অসহায় বৃদ্ধ ও দুস্থ মানুষদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইফতার বিতরণ শেষে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ বছর রমজান মাসে ইফতার মাহফিলের পরিবর্তে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সংস্থাটির মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনায় পুরো রমজান মাস জুড়ে দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও এ কার্যক্রম চলবে। তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বর্ডার গার্ড রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।