parbattanews

রামুতে ইসলামী মহাসম্মেলন আগামী সোমবার

রামু প্রতিনিধি :
রামুতে আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। অফিসেরচর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুহাদ্দিস, বরণ্যে আলেমেদ্বীন ও বহু গ্রন্থপ্রণেতা আল্লামা শাহ্ মুফতি জামীল আহমদ।

অফিসেরচর অছিউদ্দিন আশরাফিয়া মারকাযুল কোরআন নূরানী মাদরাসার কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিশেষ অতিথি থাকবেন, চট্টগ্রামের পটিয়া জামিয়া আরবিয়া জিরি মাদরাসার পরিচালক ও শায়খুল হাদিস পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব।

এছাড়া এ মহাসম্মেলনে পোকখালী আল জামিয়া আল এমদাদিয়া মাদরাসার সাবেক শায়খুল হাদিস আল্লামা মুফতি মুর্শিদুল আলম, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ আবদুল হক, রাঙ্গুনিয়া আল মাদরাসাতুল আজিজিয়া কাসেমুল উলুম এর মুহাদ্দিস আল্লামা আজিজুল হক, পোকখালী আল জামিয়া আল এমদাদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওলী আহমদ, চট্টগ্রাম মোজাহেরুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা এরফান ও রামু জামেয়াতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল হক পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

প্রথমবারের মতো বিশ্ব বরণ্যে আলেমেদ্বীনের উপস্থিতিতে এ মহাসম্মেলনকে সফলভাবে আয়োজনে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, আয়োজক অফিসেরচর অছিউদ্দিন আশরাফিয়া মারকাযুল কোরআন নূরানী মাদরাসা শিক্ষক সহ এলাকার সর্বস্তুরের জনতা। দ্বীনি এ জলসায় সকলকে শরিক হওয়ার আহবান জানানো হয়েছে।

Exit mobile version