রামুতে এক রাতেই ৫টি গরু ও মোটরসাইকেল চুরি


কক্সবাজারের রামুতে এক রাতেই ৩টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংঘবদ্ধ চোর ৫টি গরু ও একটি মোটরসাইকেল চুরি করেছে।
রামু উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাংবাদিক নীতিশ বড়ুয়া জানিয়েছেন, সোমবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়ার অনিল বড়ুয়ার ছেলে জগদীশ বড়ুয়ার বাড়িতে সংঘবদ্ধ চোর হানা দিয়ে একটি বাছুরসহ ৪টি গরু চুরি করে নিয়ে যায়। গরু চারটির মূল্য ৫ লাখ টাকা। একই রাতে ওই এলাকার প্রাণকৃষ্ণ বড়ুয়ার ছেলে প্রবীন বড়ুয়ার বাড়িতে চোরের দল হানা দিয়ে বিদেশী প্রজাতির একটি গাভী চুরি করে নিয়ে যায়। গরুটির মূল্য আনুমানিক ২ লাখ টাকা বলে জানিয়েছেন গৃহকর্তা প্রবীন বড়ুয়া।
একইদিন রাতে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাস্টার আবু তাহেরের ভাড়া বাসায় চোরের দল গ্রিলের তালা ভেঙ্গে একটি মোটর সাইকেল নিয়ে যায়।
এ ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, মোটরসাইকেলটির মালিক সেনা সদস্য মো. রেজাউল করিম। তিনি রামু সেনা নিবাসের ৩৫ ই-বেঙ্গল রেজিমেন্ট এর ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত।