রামুতে এমপি কমলের বিশাল জনসভা কাল, ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

fec-image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামুতে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় রামু খিজারী স্টেডিয়ামে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজিত এ জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের উদ্যোগে ১১ ইউনিয়নের ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সভা সম্পন্ন করে। এসব প্রতিনিধি সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারে উন্নয়ন এবং আগামী দিনের কর্মসূচি তুলে ধরা হয়।

বিশাল জনসভায় সভাপতিত্ব করবেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। জনসভায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এদিকে সাইমুম সরওয়ার কমল এমপির জনসভাকে ঘিরে রামুতে তৃণমূলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। রামু স্টেডিয়ামে বিশাল মঞ্চ তৈরিসহ নানান আয়োজন সম্পন্ন হয়েছে। জনসভায় সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে মিছিলে মিছিলে যোগদান করার জন্য আহবান জানিয়েছেন আয়োজকরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমপি কমল, বিশাল জনসভা, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন