parbattanews

রামুতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

রামু প্রতিনিধি:

রামুতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রামু থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় রামু থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।

প্রধান অতিথি বলেন, রামু উপজেলাকে জঙ্গি, সন্ত্রাসসহ সকল ধরনের অপরাধমুক্ত করতে হলে কমিউনিটি পুলিশের কার্যক্রম আরো বেগবান করতে হবে। তিনি রোহিঙ্গাদের কারো এলাকায় আশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের প্রতি বাংলাদেশ সরকার মানবিকভাবে করনীয় সবকিছু করেছে। কিন্তু তারা যেন আমাদের লোকালয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে।

রামু থানার ওসি এম লিয়াকত আলীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, অধ্যাপক গোলাম কাদের, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু থানার সেকেন্ড অফিসার ফজলুল করিম প্রমুখ।

অনুষ্ঠানে রামু থানা পুলিশের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার, গ্রাম পুলিশ, স্কুলের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনতা অংশ নেন।

Exit mobile version