রামুতে করোনা সচেতনতায় প্রশাসনের প্রচারাভিযান


রামুতে চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির জন্য জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা অভিযান চালানো হয়েছে। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ লক্ষ্যে শনিবার (২০ মার্চ) দুপুরে রামুর গর্জনিয়া বাজার এবং বিকালে চৌমুহনী স্টেশনসহ সড়কের পাশে হাট-বাজারে চলে এ প্রচারণা। এসময় রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রচারণা চলাকালে ব্যবসায়ি, পরিবহণ চালক শ্রমিকসহ সর্বস্তুরের জনসাধারণকে ফের করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।
Facebook Comment