রামুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ramu bsl pic SAM_0246

খালেদ হোসেন টাপু ,রামু : রামুতে ঝাঁক-জমকপূর্ণ পরিবেশে ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রামু কলেজ থেকে একটি র‌্যালি চৌমুহনীর বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  

র‌্যালি শেষে ওসমান ভবনে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল হক রাজীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নুর আল হেলাল, রামু ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির হেলাল, উপজেলা ছাত্রলীগের নেতা সাহাব উদ্দিন, হোছাইন মাহমুদ রিফাত, মিঠূন চন্দ্র নাথ, কক্সবাজার পলিটেকনিক ছাত্রলীগের সহ-সভাপতি সালাউদ্দিন মাহমুদ, কলেজ ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সত্যজিত বড়–য়া, রাজারকুল ছাত্রলীগের সভাপতি মাসেকুর রহমান মাসেক, মিঠাছড়ি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গর্জনিয়া সভাপতি মিজানুর রহমান, খুনিয়া পালং ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, কচ্ছপিয়ার সাধারণ সম্পাদক লবা কর্মকার, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম, সহ-সভাপতি সাহাব উদ্দিন, কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. রাসেল, মোর্শেদ, সদস্য মিশু বড়–য়া, মো. শাকিল, চৌচিং রাখাইন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম। বক্তরা ছাত্রলীগের ইতিহাস ও আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ছাত্রলীগের উপস্থিত নেতা কর্মীদের কেক কাটার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, ছাত্রলীগ, প্রতিষ্ঠাবার্ষিকী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন