parbattanews

রামুতে জাফর আলম চৌধুরী গোল্ডকাপ ফুটবল উদ্বোধন : রাজারকুল অল চয়েজের শুভ সূচনা

ramu sports pic 22.11.15

রামু প্রতিনিধি :
রামু উপজেলার রাজারকুলে অনুষ্ঠিত জাফর আলম চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-এর উদ্বোধনী ম্যাচে অল চয়েজ রাজারকুল শুভ সূচনা করেছে। রবিবার বিকালে পাঞ্জেখানা ছাগলিয়াকাটা মাঠে পিকেসি রাজারকুল আয়োজিত এ টুর্ণামেন্টের খেলায় তারা পূর্ব রাজারকুল অজিত স্মৃতি সংসদকে ৪-২ গোলে পরাজিত করে।

তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলার প্রথমার্ধের ৫ মিনিটে অল চয়েজ একাদশের বাপ্পী গোল করে দলকে এগিয়ে নেয়। ১১ মিনিটে অজিত স্মৃতি সংসদের খেলোয়াড় রাজীব এক দর্শনীয় শটে গোল করে খেলায় সমতা আনলেও ২০ মিনিটে অল চয়েজ এর জাকের গোল করে দলকে আবারো জয়ের ধারায় ফিরিয়ে নেয়।

দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে অজিত স্মৃতি সংসদের সবুজ গোল করলে খেলায় ২-২ গোলে সমতায় আসে। কিন্তু ৭ এবং ২০ মিনিটে বিজয়ী দলের খেলোয়াড় রিপন পর দুটি গোল করে ৪-২ গোলে দলের সম্মানজনক জয় নিশ্চিত করে। খেলায় কয়েক দফা অসংলগ্ন আচরণ করায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন অজিত স্মৃতি সংসদের খেলোয়াড় আপন বড়ুয়া।

খেলা শুরুর আগে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা ও রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী। স্থানীয় শিক্ষানুরাগী ও সংগঠক নজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন রামু উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, ইউপি সদস্য জহির উদ্দিন ও মো. ইদ্রিস, রামুকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার এরশাদুল হক, সাবেক ইউপি সদস্য অপূর্ব পাল, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, মতিউর রহমান, মহি উদ্দিন চৌধুরী প্রমূখ।

টুর্ণামেন্ট সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আয়োজক পিকেসি রাজারকুল এর সদস্য রায়হান উদ্দিন, মিনহাজ উদ্দিন আনোয়ার, শফিউল আলম, আমান উল্লাহ, শহীদুল ইসলাম রুবেল, গিয়াস উদ্দিন, আকতার কামাল, সেলিম, নাসির উদ্দিন, জুবাইর, একরাম, জাফর আলম, নজির আহমদ প্রমূখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, মহি উদ্দিন। সহকারী রেফারি ছিলেন, শফিউল আলম ও আমান উল্লাহ । টুর্ণামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। সোমবার একই মাঠে টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে দেয়াংপাড়া খেলোয়াড় একাদশের মুখোমুখি হবে কাঠালিয়া পাড়া খেলোয়াড় একাদশ।

Exit mobile version